বর্তমান সময়ে প্রতিটি বেক্তি প্রতি দিন জীবনের সাতে প্রতি নিয়ত লড়াই করে যাছেন। সেই সমস্ত বেক্তি বা মানুষের সাথে আমরাও যুক্ত হয়ে আছি। আমরা প্রতি নিয়ত আমাদের নিজের জন্য, আমাদের পরিবারের জন্য সর্বদা রোজগারের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কিংবা একটি নিদিস্ট জাইগাই বসে কিংবা দাঁড়িয়ে বিভিন্ন প্রকারের কাজ করে থাকি। আমরা এই যে রোজগারের জন্য বা উদ্দেশ্যে কাজ করি এই কাজকেই চাকরি বলা হয়।
মানব জীবনে চাকরি প্রয়োজন হয় কেন?
বর্তমান সময়ে কাজ ছাড়া প্রতিটি বেক্তির জীবন মূল্য হীন। তাইটি বেক্তিকে নিজের জন্য নিজের পরিজনের জন্য এবং দেশকে গিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করা দরকার। বর্তমানে এখনও হয়তো, এমন বহু বেক্তি আছেন যাহারা কাজ পাওয়ার জন্য এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে থাকেন, কারণ তারা জানেন তাদের জীবনকে সুন্দর এবং সৌভাগ্যময় বানানোর এক মাত্র উপায়, ভক্তি সহকারে যেকোনো প্রকারের কাজ অর্থাৎ চাকরির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এক কথায় সোজা এবং সরল ভাষায় বলতে গেলে কাজ ছাড়া মূল্য হীন বা লক্ষ্য হীন এবং প্রতিটি বেক্তির জীবন অন্ধকারময়।
চাকরি কত প্রকার এবং কিকি?
কাজকে আমরা দেখতে গেলে দুটি ভাগে ভাগ করতে পারিঃ
১) নিজের অধিনে কাজ ।
২) অন্যের অধীনে কাজ।
১) নিজের অধুনে কাজঃ প্রতি নিয়ত বর্তমানে বিভিন্ন বেক্তি বিভিন্ন প্রকারের কাজ করে থাকেন। এই সমস্ত বেক্তিদের মধ্যে এমনও বেশ কিছু বেক্তি আছেন, যাহারা নিজেদের কাজ নিজেই বা নিজেরাই করে থাকেন যেমনঃ যানবাহন চালানো, ছোট খাটো দোকান, চাষ বাস, ছোট খাটো খাবারের ব্যবসা, ছোট খাটো কাপড় বা জামা কাপড়ের ব্যবসা, ইলেকট্রিক বা অন্যান্য যন্ত্রপাতির ব্যবসা এছাড়াও বিভিন্ন প্রকারের কাজ অন্তরগত আছে।
২) অন্যের অধীনে কাজঃ লক্ষ্য করে দেখা গাছে, বর্তমান সময়ে বেশির ভাগ বেক্তি অন্যের উপর নির্ভর শীল। আমরা অন্যের অধীনে যে সমস্ত কাজ করি তাকে আবার দুটি ভাগে ভাগ করতে পারিঃ
- সরকারি চাকরি বা কাজ।
- বেসরকারি কাজ।
◾ সরকারি কাজঃ ভারতীয় প্রতিটি বেক্তির কাছে সরকারি কাজ পাওয়া খুবই কঠিন এবং গুরুত্বপূণ্য বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমান সময়ে সরকারি কাজ সাধারণ বেক্তিদের স্বপ্নের মতোই হয়ে দাড়িয়েছে। তবে এটাও সঠিক যে সরকারি কাজের প্রকার ভেদও বহু গুনে বেড়েছে। বর্তমানে সাধারণ বেক্তিরা যে সমস্ত সরকারি চাকরি গুলি অন্তরগত রয়েছে সেগুলি হলোঃ শিক্ষক পদের কাজ, বাঙ্কের কাজ, ডাক্তারি, নার্স, আশাকর্মী, পুলিস, কোটের বিচার (জর্জ) পদ, কোটের উকিল, নৌ বাহিনী, সেনা বাহিনী, বন্দরের পদ, অধ্যাপকের পদ, রেলের চাকরি, আয়কর বিভাগের কাজ ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রকারের সরকারি চাকরি অন্তরগত।
◾ বেসরকারি কাজঃ বর্তমানে এমন বহু বড়ো বড়ো বিভিন্ন প্রকারের কারখানা রয়েছে যেখানে এক বেক্তির অ্যান্ডারে বহু বেক্তিরা কাজ করে থাকেন। এই সব কল-কারখানাতে যে সমস্ত বেক্তিরা কাজ করে থাকেন তাদের কোনো খুব একটা বেশি দিন কাজের স্থায়িত্ব নাও হতে পারে। বেসরকারি কাজে যে সমস্ত বেক্তিরা নিয়োগ হয়ে থাকেন সেগুলি হচ্ছেঃ কাপড়ের কারখানা, শপিংমল, যানবাহনের ব্যবসায়ী, দোকান, মোবাইলের কারখানা, যন্ত্রপাতির কারখানা, জামা-কাপড়ের ব্যবসায়ী, চাষ বাসের ব্যবসায়ী ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রকারের অনলাইন ব্যবসায়ী ও কারখানার অধীনে বেক্তিরা চাকরি বা কাজ করে থাকেন।