পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ-ও-শিক্ষা পরিষদ (PBAKOSP) একলব্য মডেল আবাসিক স্কুলে সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT পদে ভারতীয় নাগরিকদের আবেদন করার জন্য দরখাস্তের আহবান করেছেন। সাঁওতালীতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ শূন্য পদে ব্যাচেলর অফ আডুকেশন (B.Ed) এবং ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন (NCTE) শিক্ষক প্রশিক্ষণ ডিগ্রি যুক্ত সমস্ত আবেদনকারী প্রার্থীদের অতিথি শিক্ষক TGT নিয়োগ পদের জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যান-ও-শিক্ষা পরিষদ (PBAKOSP) রঘুনাথপুরে, যে সমস্ত প্রার্থীরা সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ শূন্য পদে আগ্রহী তদের বয়স ১৮ বছরের উপরে এবং ৩৮ নিচে থাকতে হবে।
সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ভারতীয় নাগরিকতার প্রমান সহিত ভোটার কার্ড, আধার কার্ড, যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর ও ই-মেইল আইডি এবং ফিটনেসের মেডিকেল সার্টিফিকেত ইত্যাদি দিতে হবে। সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ পদে তফসিলি জাতি, তফসিলি উপজাতির প্রার্থীরা ০৩/১০/২০২৪ তারিখ থেকে ০৫/১১/২০২৪ তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারেন। সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ পদে আবেদন করার পূর্বে অবশ্যয় নিচে দেওয়া PDF বিজ্ঞাপন চেক করুন।
সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ পদের ওভারভিউ
Contents
নিয়োগ কমিটির নাম | পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যান শিক্ষা পরিষদ |
নিয়োগ পদের নাম | সাঁওতালিতে অতিথি শিক্ষক, TGT |
সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ পদের PDF বিজ্ঞপ্তি | ডাউনলোড করুন |
অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র গ্রহন করুন | paschimbardhaman.gov.in |
সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ পদের শিক্ষাগত যোগ্যতা
সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকা খুবই দরকার। প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন (NCTE) ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed) এবং B.A (সাঁওতালিতে অনার্স) বা আগে থেকেই শিক্ষক প্রশিক্ষণ ডিগ্রি আছে।
বয়স
সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ নির্বাচনের জন্য সমস্ত আবেদনকারী প্রার্থীদের বয়স কম করে ১৮ বছরের উপরে এবং ৩৮ নিচে থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন
সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ শূন্য পদের নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ পোস্ট সম্পর্কে
পোস্টের নাম | পোস্টের সংখ্যা |
সাঁওতালিতে অতিথি শিক্ষক | ০১ |
আবেদনের তারিখ
আবেদনকারী প্রার্থীদের ০৩/১০/২০২৪ তারিখ থেকে ০৫/১১/২০২৪ তারিখ বিকাল ০৪ (চার) টের মধ্যে অতিথি শিক্ষক TGT নিয়োগ ২০২৪ পদের জন্য আবেদন করতে পারবেন।
কিভাবে সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ পদের জন্য আবেদন করবেন?
◼ সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ পদে আবেদন করার জন্য আবেদনকারীরা প্রথমে paschimbardhaman.gov.in ওয়েবসাইটে যান।
◼ ওয়েবসাইটে যাওয়ার পর সাঁওতালিতে অতিথি শিক্ষক TGT নিয়োগ পদে আবেদন করার জন্য হার্ড কপি গ্রহন করুন।
◼ আপনার আবেদন পত্র গ্রহন করার পর আপনার আসল পরিচয়, ঠিকানা, শংসাপত্র সমস্ত কিছু পূরোন করুন।
◼ এর পর আপনার আবেদন পত্রটি PO-cum-DWO, BCW & TD, পশ্চিম বর্ধমান, ১ তলাই / ২ তলাই, SDO অফিস বিল্ডিং, পিন নম্বর – ৭১৩৩০৪ আসানসোল অফিসে জমা দিতে পারেন। এছাড়া bcwasansol2017@gmail.com– এ ই-মেইল এর মাধ্যমেও আপনি সর্বশেষ চাকরির জন্য আবেদন করতে পারেন।
গুরুত্ব পুণ্য লিঙ্ক
সাঁওতালিতে অতিথি শিক্ষক নিয়োগ শূন্য পদের জন্য আবেদন করতে বিস্তারিত বিবারন পেতে PDF বিজ্ঞপ্তি চেক করুন | ক্লিক করুন |
সাঁওতালিতে অতিথি শিক্ষক নিয়োগ ২০২৪ পদের জন্য আবেদনপত্র গ্রহন করতে অফিসিয়াল ওয়েবসাইটে যান | ক্লিক করুন |