লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ শূন্য পদের বিজ্ঞপ্তি ফাঁস, এখনই আবেদন করুন

রানাঘাট লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ প্রকল্পের বিজ্ঞপ্তি ফাঁস, মহিলা প্রার্থীদের নার্সের শূন্যস্থান পূরোন করার জন্য আবেদনকারী প্রার্থীদের আহবান জানানো হয়েছে। লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ শূন্য পদের স্থান পূণ্য করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদির মানদণ্ড পূরোন করতে হবে। লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ পদের জন্য মহিলা প্রার্থীদের কম করে এইচএস (উচ্চ মাধ্যমিক) পাস ডিগ্রি এবং ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি থাকা অবশ্যয় দরকার। এছাড়া লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ শূন্যপদের জন্য কেবল মাত্র ২৩ বছর থেকে ৪০ (চল্লিশ) বছর বয়সী মহিলারা এই পদের জন্য যোগ্য।

নার্স নিয়োগ ২০২৪

লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ শূন্য পদের ওভারভিউ

নিয়োগ কমিটির নামরানাঘাট পশ্চিম লায়ন্স ক্লাব ইউনিট
নিয়োগ শূন্য পদের নামনার্স
আবেদন প্রণালীপোস্ট অফিস কিংবা সাক্ষাৎ -এর মাধ্যমে
পিডিএফ বিজ্ঞপ্তিডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন

লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার সমস্ত ডিগ্রি, পাসপোর্ট সাইজ ছবি, প্রার্থীর নাম, ঠিকানা, আধার কার্ড, মোবাইল নম্বর, শহরের নাম, জন্মের সার্টিফিকেট বা জন্মের তারিখ, পিতা বা স্বামীর নাম সহ আবেদন পত্রটি সম্পুন্ন করার পর প্রার্থীরা তাদের আবেদন করতে পারেন।

লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ শূন্য পদের জন্য স্পোটিং ক্লাব, বিশ্বাস পাড়া ( রানাঘাট লায়ন্স ট্রাস্ট এসএএ, ৫ নম্বর ডিসি রাস্তা, রানাঘাট, নদীয়া, পিন নম্বরঃ ৭৪১২০১) এই ঠিকানাতে ৩১/ ১০/ ২০২৪ তারিখের মধ্যে সমস্ত আবেদনকারী প্রার্থীরা তাদের আবেদন পত্র পাঠাতে পারেন। যে সমস্ত প্রার্থী লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ শূন্য পদের জন্য আবেদন করতে চান কিংবা আবেদন করেছেন তারা ০৭/ ১১/ ২০২৪ তারিখে সাক্ষাৎ করার জন্য আস্তে পারেন।

নার্স নিয়োগ ২০২৪

শিক্ষাগত যোগ্যতা

যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এইচএস ( উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য ) পাস ডিগ্রি সহ জিএনএম কিংবা ডিপ্লোমা ইন নার্সিং কোসের ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। এছাড়া আবেদনকারীদের কমকরে ২ (দুই) বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়স সীমা

লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ পদে আবেদন করতে প্রার্থীদের ০১/ ১০/ ২০২৪ সাল অনুযায়ী ২৩ বছর থেকে ৪০ ( চল্লিশ ) বছরের মধ্যে বয়স থাকতে হবে।

লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ পদের বেতন

শূন্য পদের নাম বেতন
নার্স ১১,৯১৬ টাকা মোট

গুরুত্ব পূণ্য তারিখ

আবেদন পত্র জমা দেওয়ার তারিখ৩১/ ১০/ ২০২৪
সাক্ষাৎ করার তারিখ০৭/ ১১/ ২০২৪

নার্স নিয়োগ ২০২৪

প্রধান লিঙ্ক

আবেদনকারী প্রার্থীদের লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ শূন্যপদের সম্পুন্ন বিবারন গুলির পাওয়ার জন্যএখানে ক্লিক করুন
লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ পদের অফিসিয়াল ওয়েবসাইটএখানে ক্লিক করুন

প্রশ্ন উত্তর

প্রশ্নঃ রানাঘাট লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ নিয়োগ কমিটির নাম কি?

উত্তরঃ রানাঘাট পশ্চিম লায়ন্স ক্লাব ইউনিট

প্রশ্নঃ লায়ন্স ট্রাস্ট এসএএ নার্স নিয়োগ ২০২৪ পদের নির্বাচিত প্রার্থীদের মোট বেতন কত?

উত্তরঃ ২২/ ০৫/ ২০২৩ সাল অনুযায়ী বাষিক ৩% বাড়তি সহ প্রার্থীরা মোট ১১ হাজার ৯১৬ টাকা করে পাবেন।

মন্তব্য করুন